এম.এম কামাল: মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর মানবিক সহায়তার দোকান উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার ১৫ মে বিকাল ৪টায় ঢাকা যাত্রাবাড়ি এরিয়ার ধনিয়া, যার আছে দিয়ে যান, যার নেই নেই নিয়ে যান, যখন হবে দিয়ে যান, এই স্লোগানকে সামনে রেখে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর মানবিক সহায়তার দোকান উদ্বোধন করা হয়।
এসময় হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর মহাসচিব প্রধান অতিথির বক্তব্য রাখেন, এডভোকেট আবজাল। তিনি তার বক্তব্য বলেন, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য এ মহতি উদ্ব্যেগ হাতে নিয়েছি।
আমার দেশের মধ্যবিত্তরা না-পারে চাইতে না-পারে বলতে তাদের কথা চিন্তা করে আজ মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর মানবিক সহায়তার দোকান উদ্বোধন করা হলো।
তিনি আরো বলেন, আজকের মানবিক প্রকল্পের মূল কথা হলো দিবো এবং নিবো হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল `যার নেই নিয়ে যানযার আছে দিয়ে যানযখন হবে দিয়ে যান`স্লোগানকে সামনে রেখে আমরা এই প্রকল্পটি করেছি, যখন করোনাভাইরা ছিলো সারা বিশ্বব্যাপী, তখনকার সময় অবস্থাটা এমন ছিলো, যারা অনেক মামুষ, তারা হাত পাতার মতো অবস্থা ছিলোনা, মধ্যবিত্ত পরিবারের যারা করোনাভাইরাস (কোভিড-২০) সাল থেকেই উপলব্ধি করেছি, আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর মাধ্যমে যেহেতু সারাবিশ্বে জাতিসংঘ ভূক্ত ২৪৮ দেশে কার্যক্রম পরিচালনা করছে, তারই মাঝে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশের মানুষের জন্য ১৮ কোটি মানুষের জন্য এবং মধ্যবিত্ত শ্রেণীর যারা আছে, যেই ব্যক্তিগুলো, তারা বলতে পারছে না, তাদের অভাব অভিযোগটা প্রকাশ করতে পারছে না, তাদের জন্য এই মহতি উদ্বেগ।
আমরা চাই যে ব্যক্তিটা যারা বলতে পারবেনা, বাট আমাদের তার একেবারেই ডিটেল রাইট থাক রেজিস্ট্রেশন ভুক্ত থাকবে। ওই ব্যক্তিকে আমরা অন্ততপক্ষে তার চলার জন্য তার ফ্যামিলি মেম্বার চলার জন্য আমরা নিত্তপ্রয়োজনীয় দ্রব্য যেইটা আমাদের প্রতিষ্ঠান থেকে ফ্রী দিবো।
আমি বিত্ত শালী যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, আমাদের এ সংগঠনের মত আপনারাও এগিয়ে আসুন, আমাদের সাথে সম্পৃক্তহউন, আমাদের কাজগুলি যেন এই সাহায্য এবং সহযোগিতা প্লাস ভালোবাসার এবং আন্তরিকতা মানবিক ঐক্যের।
আমাদের এখন সময় এসেছে আমরা মধ্য বিত্ত পরিববারের পাশে এগিয়ে এসেছি, বিত্তবানরা আমাদের পাশে থাকবেন, দিবো নিবো সবাই মিলে বাঁচবো, আত্মমর্যাদাশীল মধ্যবিত্তের অসহায়ত্বের পাশে দাঁড়াবো আমরা।
এসময় উপস্থিত ছিলেন, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর কো-চেয়ারম্যান এনায়েত উল্লাহ সৈয়দ, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর অতিরিক্ত মহাসচিব এডভোকেট নাসির উদ্দিন, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল যুগ্ম মহাসচিব ইন্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ ফারুক জুয়েল, সহকারী মহাসচিব মোঃ ছাইফুল ইসলাম, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, এডভোকেট মোঃ ওমর ফারুক, মোঃ মজিবুল হক রিপন , হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর সহকারী মহাসচিব নাজমুল হুদা অপু, সহ-দপ্তর সম্পাদক মোঃ সলিম উদ্দিন সুমন, সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আঃ রাকিব, রামপুরা ইউনিটের সাধারণ সম্পাদক মরিয়াম সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ইবনে ফয়সাল, ইরানী কামরুল ইরা, শিরিনা সুলতানা, শারমিন, আফরোজা, সুমনা জাহান শানু, শাহেনা খাতুন, ইঞ্জিনিয়ার আফজাল, রাকিবুল ইসলাম পাপ্পু, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট ঝর্না, শিশু বিষয়ক সম্পাদক সালমা আক্তার, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন, দপ্তর সম্পাদক মোঃ প্রিন্স মাহমুদ তুহিন। মানবিক দোকানটি ফিতা কেটে উদ্বোধন করা হয়।