আগামী রোববার, ১ জুন থেকে বাজারে আসছে বাংলাদেশ ব্যাংকের নতুন নকশার ১০০০, ৫০ ও ২০ টাকার নোট। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নতুন সিরিজের নোট প্রথমবারের মতো ইস্যু করা হচ্ছে।
প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন নোট সরবরাহ শুরু হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’—এই থিমকে ভিত্তি করে সব মূল্যমানের (২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকা) নোটের নতুন ডিজাইন ও সিরিজ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম দফায় আসছে তিনটি মূল্যমানের নোট।
নতুন ডিজাইন, পুরনো নোটও থাকবে বৈধ বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও আগের মতোই বৈধ এবং চালু থাকবে।
এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা (স্পেসিমেন) নোট ছাপা হয়েছে, যা বিনিময়যোগ্য নয় এবং নির্ধারিত মূল্যে মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।
১০০০ টাকার নোটে থাকছে জাতীয় স্মৃতিসৌধ ও সংসদ ভবন নতুন ১০০০ টাকার নোটটি ছাপা হয়েছে ১৬০ মিমি × ৭০ মিমি আকারে, ১০০ শতাংশ কটন কাগজে। নোটটির প্রধান রং বেগুনি।
জলছাপে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘১০০০’ সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।
নোটের সম্মুখভাগে রয়েছে জাতীয় স্মৃতিসৌধের ছবি ও শাপলা ফুলের অলংকরণ, সঙ্গে মাঝখানে মুদ্রিত রয়েছে প্রতিশ্রুত বাক্য ও মূল্যমান। পেছনের অংশে আছে জাতীয় সংসদ ভবনের ছবি।
চার কোণায় স্পষ্টভাবে মূল্যমান উল্লেখ রয়েছে, আর ডান পাশে উলম্বভাবে লেখা রয়েছে “১০০০”।
সব নোটে থাকবে একই থিম বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পর্যায়ক্রমে সব মূল্যমানের নোটেই এই থিম ও ডিজাইন অনুসরণ করে নতুন সিরিজ চালু করা হবে।