অবশেষে অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে আইপিএল। অষ্টাদশ আসরের ফাইনালে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস—দুই দলই প্রথমবারের মতো শিরোপা জয়ের দ্বারপ্রান্তে।
শুধু গৌরব নয়, ফাইনাল ম্যাচে রয়েছে বিপুল অর্থ পুরস্কারের হাতছানি। ২০ কোটি রুপি প্রাইজমানি পাচ্ছে এবারের চ্যাম্পিয়ন দল। আর যারা হারবে, সেই রানার্সআপ দলও ফিরে যাবে ১৩ কোটি রুপি পুরস্কার নিয়ে। অর্থাৎ, আইপিএলের রঙিন ট্রফির সঙ্গে রয়েছে মোটা অঙ্কের আর্থিক প্রণোদনা।
নতুন রাজা পাচ্ছে আইপিএল
প্রথমবারের মতো কেউ আইপিএলের রাজমুকুট পরবে—এটা নিশ্চিত। বেঙ্গালুরু এর আগে তিনবার (২০০৯, ২০১১, ২০১৬) ফাইনালে উঠলেও প্রতিবারই ব্যর্থ হয়। অন্যদিকে, পাঞ্জাব একমাত্র ফাইনাল খেলেছিল ২০১৪ সালে, যেখানে কেকেআরের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়। আজকের ম্যাচে যেই জিতুক, তাদের জন্য অপেক্ষা করছে বহু প্রতীক্ষিত প্রথম শিরোপা।
পুরস্কারের বৃষ্টিতে ভিজবে আরও দল ও খেলোয়াড়রা
শুধু ফাইনালিস্ট দল নয়, অন্যান্য শীর্ষ দল এবং ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতেও ভাগ করে দেওয়া হবে আইপিএলের বিশাল প্রাইজপুল থেকে টাকা। মোট ৪৭ কোটি রুপিরও বেশি বাজেট রাখা হয়েছে এবারের পুরস্কারের জন্য।
তৃতীয় স্থান (মুম্বাই ইন্ডিয়ান্স): ৭ কোটি রুপি ,চতুর্থ স্থান (গুজরাট টাইটান্স): ৬.৫ কোটি রুপি,ব্যক্তিগত পুরস্কার (প্রতি ক্যাটাগরিতে): ১০ লাখ রুপি করে
সবচোখ এখন মোদি স্টেডিয়ামের দিকে
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রাত ৮টায় শুরু হবে আইপিএলের অষ্টাদশ আসরের গ্র্যান্ড ফিনালে। ইতিহাস গড়তে চলেছে যেকোনো এক দল—শুধু শিরোপা নয়, জিতে নেবে কোটি টাকার সম্মান।
বেঙ্গালুরু না পাঞ্জাব—কে হবে আইপিএলের নতুন রাজা? উত্তরের জন্য অপেক্ষা আর কয়েক ঘণ্টার।