মজিবুল হক চুন্নু ,তরাইল উপজেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলা জাতীয় পত্রিকা দৈনিক বাংলাদেশ সমাচার তাড়াইল উপজেলা প্রতিনিধি হাজী মোহাম্মদ শহিদুল ইসলামের সেনাবাহিনীর( অবঃ) ৫৬থম জন্মবার্ষিকী হয়। হাজী মোঃ শহিদুল ইসলাম তিনি ছোট্ট বেলা থেকে মেধাবী ও চৌকস ছিলেন । তিনি ছাত্র জীবন শেষ করে।বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিতে যোগদান করেন এবং অত্যন্ত সুনামেরশহিত কাজ করেন, পরবতীতে বাংলাদেশ রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেব চাকরি করেন।সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের করেন । অবসর গ্রহনের পর তিনি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকেননি, দেশ ও জাতি জন্য অন্যায়ের বিরুদে ন্যায়ের পক্ষে সুখ দুঃখের মানুষের পাশে থাকার জন্য ২০১২ থেকে জাতীয় সাংবাদিক সংস্থা তারাইল উপজেলা ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।বর্তমানে বাংলাদেশ নিউজ সিন্ডিকেটের স্টাফ রিপোর্টার হিসেবে আছেন। মাল্টিমেডিয়া ও দৈনিক বাংলাদেশ সমাচার তাড়াইল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।হাজী মোহাম্মদ শহিদুল ইসলাম সৈনিক( অবঃ) বলেন জন্মদিন উদযাপিত উপলক্ষে যতদিন আমি বেঁচে থাকবো মানুষের কল্যাণে আমি কাজ করে যাব। পরিশেষে উনি
সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সাংবাদিক হাজী মোহাম্মদ শহিদুল ইসলামের ৫৬থমজন্মবার্ষিকী পালিত।
Date: