প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৫ , ৮:১০:৫৮ প্রিন্ট সংস্করণ
আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর: ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন এবং পন্যাদি বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুরে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী দখলদার বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার চালাচ্ছে।
গত দেড় বছরে লাখ লাখ ফিলিস্তিনী নর-নারী ও শিশুকে হত্যা করেছে। প্রায় ৪০ হাজার শিশু তাদের বাবা-মা হারিয়েছে। ইসরায়েল একটা জাতিকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলছে। মানববন্ধন থেকে ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ থেকে শুরু করে বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।
এসময় বক্তারা প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশে ইসরাইলী পন্য বর্জন ও নিষিদ্ধ করার জন্য দাবি জানান। এসময় ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাসের জন্য অর্থ তহবিল সংগ্রহ করে তৌহিদী জনতা।
মানববন্ধনে রব্বানীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতী আহসান উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহইয়া হাওলাদার, মাওলানা রফিকুল ইসলাম, মুফতী হাফিজুর রহমান ও নজরুল আহসান প্রমূখ।