• জাতীয়

    বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের আলোচনা ফলপ্রসূ হয়েছে

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৫ , ১২:২৪:৫৮ প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের আলোচনা ফলপ্রসূ হয়েছে
    বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের আলোচনা ফলপ্রসূ হয়েছে

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    বাংলাদেশের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

    আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান। বেলা পৌনে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি শুরু হয়।

    বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ তার দেশের নেতৃত্ব দেন। এর আগে, বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

    এদিকে, দীর্ঘ সময় পর দুই দেশের মধ্যে এমন আলোচনাকে ইতিবাচক অবস্থান থেকে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সর্বশেষ ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

    পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন বলে জানা গেছে। ২০১২ সালের পর বাংলাদেশে এটিই হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

     

    আরও খবর

    Sponsered content