• খেলা

    ‘বিসিবি আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে’

      প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৫ , ৪:৪৫:৩৩ প্রিন্ট সংস্করণ

    ‘বিসিবি আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে’
    ‘বিসিবি আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে’

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

     

    চুক্তির পাঁচ মাস মেয়াদ বাকি থাকতেই গেল বছর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছিল বিসিবি। সেসময় তার বিরুদ্ধে খেলোয়াড়দের গায়ে হাত তোলার অভিযোগ এনেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড( বিসিবি)। অবশ্য সেসময় কোনো উচ্চবাক্য করতে শোনা যায়নি তাকে। তবে এবার এ বিষয়ে মুখ খুলেছেন লঙ্কান এ কোচ।

    সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমে বাংলাদেশের কোচ থেকে বরখাস্ত হওয়া সম্বন্ধে মুখ খুলেছেন তিনি। তার দাবি,‘ ক্রিকেটই আমার সবকিছু। কারণ এটাই আমার ক্যারিয়ার। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।’ এসময় তার বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে তিনি জানান,‘ আমি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি। খেলোয়াড়দের প্রতি আবেগও দেখাইনি। হতাশা থেকে হয়ত আমি ডাস্টবিন ছুঁড়ে ফেলেছি। যেকোনো কোচের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। কিন্তু যা হয়েছে, তার থেকে এটা একেবারেই আলাদা। এটা আমার ওপর চাপ সৃষ্টি করছে।’

    এসময় তাকে বরখাস্ত করার দিনের স্মুতি রোমন্থন করে তিনি জানান,‘ বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করার জন্য তারা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) আমাকে বিমানবন্দরে গ্রেপ্তার করতে পারত। সেখানে এমনও ঘটেছে যে আগের সরকারের একজন মন্ত্রী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে রানওয়েতে বিমানটি থামানো হয়েছিল এবং তারা তাঁকে বিমান থেকে বের করে এনেছিল। আমার মনে তখন এসবই ঘুরপাক খাচ্ছিল।’

    উল্লেখ্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির কারণ অনুসন্ধান করতে পারফরম্যান্স মূল্যায়ন কমিটি গঠন করেছিল বিসিবি। যেখানে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে স্পিনার নাসুম আহমেদকে নাকি শারীরিকভাবে আঘাত করেছিলেন সেই সময়ের কোচ চন্ডিকা হাথুরুসিংহে-এমন অভিযোগ পেয়েছিল বোর্ড।