প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৫ , ৫:২৭:২৬ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আলেপের তেপথী বাজারে সুপারি কিনতে এসে মৃত্যু হলো লক্ষ্মীপুরের সুপরিচিত ব্যবসায়ী রতন দত্তের (৪৮)।অদ্য ২৪ এপ্রিল সকালে নলকুপের পাশে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী সমাজ ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।
রতন দত্তের বাড়ি লক্ষ্মীপুর জেলার বাঞ্ছানগড় থানা রোড এলাকায়। তিনি স্বর্গীয় চাইলস দত্ত ও স্বর্গীয় বকুল দত্তের পুত্র। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি নাগেশ্বরীর বিভিন্ন হাট-বাজার থেকে সুপারি সংগ্রহ করছিলেন এবং তা নিজ এলাকায় পাঠাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহযোগী গিয়াস উদ্দিন, যিনি দুই দিন আগেই ফিরে যান।
স্থানীয় আড়ৎদার মোঃ আমিনুর ইসলাম (৫৬) জানান, “রতন দত্ত নিয়মিত আমার আড়ৎ থেকে সুপারি কিনতেন। ২৫ এপ্রিলের মধ্যে তার বাড়ি ফেরার কথা ছিল। আমরা ভাবতেও পারিনি, এর আগেই এমন হৃদয়বিদারক ঘটনা ঘটবে।”
জানা যায়, গতকাল রাত থেকে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থতা অনুভব করছিলেন এবং স্থানীয় এক চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন। রাতে টিউবওয়েলে পানি তুলতে গিয়ে হঠাৎ মাটিতে পড়ে যান। সকালে এলাকাবাসী তার নিথর দেহ টিউবওয়েলের পাশে পড়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায় এবং দ্রুত বিষয়টি পুলিশকে জানায়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ বলেন, “প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে।অধিকতর তদন্তের পর বিষয় টি নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
রতন দত্তের এই অকাল মৃত্যুতে ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে। সবার মুখেই একটাই কথা—সদালাপী, পরিশ্রমী এই মানুষটিকে আর ফিরে পাওয়া যাবে না।