• নির্বাচন

    ইসি নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ বৈঠক করবেন আজ

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৫ , ৫:৫২:০৬ প্রিন্ট সংস্করণ

    ইসি নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ বৈঠক করবেন আজ
    ইসি নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ বৈঠক করবেন আজ

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনের (ইসি) স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি কমিটি বৈঠক করবে। বৈঠকটি আজ বিকাল ৩টায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।

    বুধবার (২৩ এপ্রিল) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

     

    অফিস আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা ৩টায় ‘সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি’ বৈঠকে বসবে।

     

    বৈঠকে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ও কমিটির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম সরকার। সভায় সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।