• সারাদেশ

    খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৫ , ৫:৪০:২২ প্রিন্ট সংস্করণ

    খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
    খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    সাইফুল ইসলাম, রামগড় : খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার দায়ে দুই বালু ব্যবসায়ী মোঃ সামসু ও বাবুল মিয়াকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড নজিরটিলা নামক স্থানে বালু উত্তোলনের সাথে জড়িত দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।

     

    জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় উক্ত দুই ব্যক্তিকে এ অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়।

     

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, উপজেলার একমাত্র বৈধ পয়েন্ট ব্যতীত অন্য কোন পয়েন্টে কাউকে অবৈধ পন্থায় বালু উত্তোলনে কোন প্রকার ছাড় দেয়া হবে না। এ অভিযান অব্যাহত রয়েছে, আদায়কৃত অর্থ দ্রুত সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা প্রদান করা হবে।

    আরও খবর

    Sponsered content