• সারাদেশ

    সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন গ্রেফতার

      প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৭:০৭:১২ প্রিন্ট সংস্করণ

    0Shares
    উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা ফের গ্রেপ্তার
    উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা ফের গ্রেপ্তার

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    জাহিদ খান, জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। অদ্য ১৩ মার্চ সন্ধ্যা ৬টায় ভুরুঙ্গামারীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

    উল্লেখ্য, নুরুন্নবী চৌধুরী খোকন সাবেক ছাত্রলীগ সভাপতি শোভন চৌধুরীর বাবা। তিনি ২০২৪ সালের ২০ অক্টোবর ভুরুঙ্গামারী থানায় দায়ের করা অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি।

    ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

    0Shares

    আরও খবর

    Sponsered content