• সারাদেশ

    টেকনাফ নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবি, বিজিবি সদস্য নিখোঁজ

      প্রতিনিধি ২৩ মার্চ ২০২৫ , ৭:০৯:১৪ প্রিন্ট সংস্করণ

    0Shares
    টেকনাফ নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবি, বিজিবি সদস্য নিখোঁজ
    টেকনাফ নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবি, বিজিবি সদস্য নিখোঁজ

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি : টেকনাফ শাহপরীর দ্বীপ পয়েন্টে নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবেছে। নারী, পুরুষ, শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে টেকনাফ বর্ডার গার্ড  বিজিবি।
    ২ বিজিবির সদস্য মোহাম্মদ হাসানসহ নিখোঁজ রয়েছেন রোহিঙ্গা।

     

    শুক্রবার (২১ মার্চ) রাত ২.৩০ ঘটিকায় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকার সমুদ্রে এ ঘটনা ঘটে। নিখোঁজ বিজিবির সিপাহি টেকনাফ শাহপরীর দ্বীপ বিজিবি বিওপির অধীনে কর্মরত ছিলেন। বিজিবি জানায়, মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবে গেছে।

     

    বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ বর্ডার গার্ড দুই বিজিবির  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
    তিনি সাংবাদিকদের জানান, মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফ নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। নাফ নদীতে উদ্ধার অভিযান চলছে। তবে নিখোঁজ বিজিবির সদস্য মোহাম্মদ হাসান বিষয়ে কোনো মন্তব্য করেননি।
    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে কোস্টগার্ড ও বিজিবি কাজ করছেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content