• সারাদেশ

    মাটিরাঙ্গায় জেলা পরিষদ চেয়ারম্যান এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৫ মার্চ ২০২৫ , ৫:৫৭:০৫ প্রিন্ট সংস্করণ

    মাটিরাঙ্গায় জেলা পরিষদ চেয়ারম্যান এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মাটিরাঙ্গায় জেলা পরিষদ চেয়ারম্যান এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    সাইফুল ইসলাম (রামগড়) খাগড়াছড়িঃ

    খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেছেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। আজ বিকেলে মাটিরাঙ্গার নতুন পাড়া এতিমখানায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতারের পূর্বে আয়োজিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।

    নতুন পাড়া কারিমিয়া ক্বেরাতুল কুরআন মাদরাসার সভাপতি আবু আহমেদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, প্রফেসর প্রশান্ত কুমার ত্রিপুরা ও মোহাম্মদ শহীদুল ইসলাম সুমন।

    প্রধান অতিথির বক্তব্যে জিরুনা ত্রিপুরা বলেন, “দেশের অনেক শিশু অনাদরে-অবহেলায় বড় হচ্ছে। আমাদের সমাজের মাদরাসাগুলো অনেক এতিম ও অসহায় শিশুদের শিক্ষার দায়িত্ব নিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যারা নিয়োজিত, আমি তাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। খাগড়াছড়ি জেলা পরিষদ সবসময় এ ধরনের প্রতিষ্ঠানগুলোর পাশে থাকবে, ইনশাআল্লাহ।”

    মাদরাসার সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম সুমন ও প্রফেসর আবদুল লতিফ। অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আল মামুন, মাটিরাঙ্গা পৌরসভার কর্মকর্তা জহিরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    ইফতারের আগে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা নির্মাণাধীন মাদরাসা ভবন পরিদর্শন করেন

    আরও খবর

    Sponsered content