প্রতিনিধি ২৫ মার্চ ২০২৫ , ৫:০৩:০৬ প্রিন্ট সংস্করণ
নুরুজ্জামান,স্টাফ রিপোর্টার লালমনিরহাটঃ
লালমনিরহাটের আদতমারী উপজেলাধীন ভাদাই ইউনিয়ন বিএনপি’র আয়োজনে খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ মার্চ) বিকালে আদিতমারী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ভাদাই জি এস সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
ভাদাই ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলাম, আদিতমারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক, আদিতমারী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী বাবু, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুর রহমান, সাপটিবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোনায়েম সিদ্দিক মিলন, সারপুকুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রবিউল ইসলাম কাজল, আদিতমারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার, যুগ্ম আহবায়ক নুরুন্নবী ভূঁইয়া, যুগ্ন আহবায়ক অলিউর রহমান ফারুক, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম অপু, আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা নান্নু, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজ্জাকুর ইসলাম রাজ্জাক, আদিতমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার আলম রনি, আদিতমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুর রউফ রুবেল, আদিতমারী উপজেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ ভাদাই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাদাই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইবনে কাশুরি চঞ্চল। শেষে খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।