প্রতিনিধি ৯ মার্চ ২০২৫ , ৭:০০:৫০ প্রিন্ট সংস্করণ
পঙ্কজ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি : ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। (৮ মার্চ) ২০২৫ ইং রোজ শনিবার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে শুরু হয়ে একটি বর্নাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফ্তা হক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজসহ জাতীয় মহিলা সংস্থা কোটালীপাড়া উপজেলার প্রশিক্ষকগণ, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ নারী উদ্যােক্তা, প্রশিক্ষণার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।