প্রতিনিধি ২২ মার্চ ২০২৫ , ৭:১৭:৩৮ প্রিন্ট সংস্করণ
আঞ্চলিক প্রতিনিধি,পিরোজপুর: ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির মধ্যে ইস্পাত কঠিন ঐক্য থাকলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না। ইতিহাস সাক্ষী, অতীতে যতবার ইসলাম ও জাতীয়তাবাদী শক্তির মধ্যে ঐক্য হয়েছে তারা বিজয়ী হয়েছে। ২০মার্চ বৃহস্পতিবার বিকেল ৪টায় তাফহীমুল কুরআন আলিয়া মাদ্রাসা মিলনায়তনে রাজনীতিবিদ ও বিশিষ্ট জনদের সম্মানে পিরোজপুর জেলা জামায়াতের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের ইফতারপূর্ব আলোচনায় প্রধান বক্তার বক্তব্যে মাসুদ সাঈদী উপরোক্ত কথা বলেন।মাসুদ সাঈদী বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে সম্ভাবনা দেখা দিয়েছে কোন রকম ভুল হলে সব বিপন্ন হবে।
তিনি বলেন, ইসলামী ও জাতীয়তাবাদী দলের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য থাকলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না। ইতিহাস সাক্ষী অতীতে যতবার ইসলাম ও জাতীয়তাবাদী শক্তির মধ্যে ঐক্য হয়েছে তারা বিজয়ী হয়েছে। তিনি আরো বলেন, অনেক তন্ত্র মন্ত্র দেখা হয়েছে এইবার আমরা আল্লাহর আইন দ্বারা দেশ শাসন দেখতে চাই। ইসলামের বিজয়ের প্রশ্নে সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী সরকার হবে ইসলামের সরকার ইনশাআল্লাহ। তিনি সকলকে একটু চিন্তা করার উদ্দেশ্যে বলেন, খেয়াল করে দেখুন, গত রমজানে যারা ছিল এ রমজানে অনেকেই নেই, আমরাও আগামী রমজানে থাকবো কিনা জানিনা।
সুতরাং আসুন, রমজানের শিক্ষা নিয়ে জীবন গঠন করি। তিনি বলেন, কোরআন নাজিলের কারণে রমজান মাসের এত গুরুত্ব। কোরআন নাজিলের মাসে আমাদেরকে কুরআনের আলোকে জীবন গড়ার সিদ্ধান্ত নিতে হবে। কুরআনের আলোকে যদি ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে কোন অন্যায়-অত্যাচার, অভাব-অনটন থাকবে না। সমাজে সুখ শান্তি ফিরে আসবে।
একটি জিনিস আমাদের সকলের হিসাব করে দেখা উচিত, কেয়ামতের দিন এই কোরআন আমার পক্ষে সাক্ষ্য দিবে নাকি বিপক্ষে সাক্ষী দেবে? এর মাঝামাঝি অন্য কোন অবস্থান নেই। কোরআন যাতে কিয়ামতের দিনে আমাদের পক্ষে সাক্ষী দেয় সেই রকমের জীবন যাপন করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, আমরা বিগত ১৭ বছরে এভাবে উন্মুক্ত মনে একত্রে বসতে পারিনি। মহান রবের শুকরিয়া যিনি আমাদের ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে এভাবে একত্রে বসার সুযোগ করে দিয়েছেন। সভাপতির বক্তব্যে জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব বলেন, কোরআন নাজিলের মাস রমজান, ইসলাম বিজয়ের মাস রমজান। বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল এই রমজান মাসে।
এই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্যই রাসুল সাঃ রক্ত ঝরিয়েছেন। কুরআনের রাজ প্রতিষ্ঠা ছাড়া সমাজে শান্তি ফিরে আসবে না। জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা রিয়াজউদ্দিন সেখ রানা। সময়ের স্বল্পতায় উপস্থিত সকলের বক্তব্য প্রদান সম্ভব হয়নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সদর হাসপাতালের আরএমও ডাক্তার নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন জেলা সভাপতি মাওলানা ইয়াহইয়া, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মুনান, সরোয়ার হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুরের ছোঁয়া শিল্পীগোষ্ঠীর শিল্পীর অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।