• সারাদেশ

    কাউখালীতে বাল্যবিবাহ পন্ড, ছেলের পিতা কারাগারে

      প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৫ , ৯:১৭:১৯ প্রিন্ট সংস্করণ

    কাউখালীতে বাল্যবিবাহ পন্ড,ছেলের পিতা কারাগারে
    কাউখালীতে বাল্যবিবাহ পন্ড,ছেলের পিতা কারাগারে

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বিপ্রা বাশুরি গ্রামে বাল্যবিয়ে দেয়ার অপরাধে বরের বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ।

    জানাগেছে, ১৮ এপ্রিল শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১০ টায় বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় বর সুব্রত ডাকুয়া, মেয়ে সাথী ও তার বাবা বিয়ের আসর থেকে পালিয়ে যায়।
    ভান্ডারিয়ার স্কুল পড়ুয়া ছাত্রীকে কাউখালীর বিপ্রা বাশুরি মিলন ডাকুয়ার বাড়িতে তার ছেলে সুব্রত ডাকুয়ার সাথে বাল্যবিয়ে দেয়ার অপরাধে ছেলের পিতা মিলন ডাকুয়া(৫২)কে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর অনুযায়ী ছেলের পিতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক স্বজল মোল্লা ।

    কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা জানান, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ছেলের বাড়ি বিয়ের আয়োজন করায় ছেলের বাবা মিলন ডাকুয়াকে কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। কনে,কনের পিতা ও বর বিয়ের আসর থেকে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

     

    আরও খবর

    Sponsered content