প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৫২:৫৮ প্রিন্ট সংস্করণ
পঙ্কজ বিশ্বাস কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
আইন কানুন সবার জন্য সমান, আইনের ঊর্ধ্বে কেহ নাই। আইন তার নিজস্ব গতিতে চলে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লাল শাপলা হল রুমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মিটিং হয়।
আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করে নির্বাহী কর্মকর্তা সাগুফ্তা হক (ইউএনও) আইনশৃঙ্খলার মাসিক মিটিং টি ২৬ শে ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ বুধবার সকাল ১১ টায় কোটালীপাড়া উপজেলার লাল শাপলা হল রুমে হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিক ও প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বক্তব্য রাখেন।
বক্তাদের প্রতিটি প্রশ্নের উত্তর প্রদান করেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এ সময় রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ভীম বাগচী বলেন আমরা অনেক ভালো আছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ আসার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে।
কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ, এম মাহাবুব সুলতান সহ সাংবাদিক জাহিদ দাড়িয়া, আবুল কালামের বক্তব্যে, স্কুল কলেজের সামনে ইভটিজিং মাদক, বাল্যবিবাহ, রমজানের পবিত্রতা রক্ষা করা সহ ইত্যাদি দিকগুলো তুলে ধরেন।
এ বিষয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির রক্ষা করার জন্য আমি এবং আমার প্রতিটি সদস্য সঠিক ভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে মাদক, চুরি, বাল্যবিবাহ ও জনগণের নিরাপত্তার জন্য সর্বপ্রকার কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব।
মাসিক মিটিং এ সভাপতি নির্বাহী কর্মকর্তা সাগুফ্তা হক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো কঠিনভাবে পরিচালনা ও জনগণের নিরাপত্তার জন্য কাজ করবেন আশা ব্যক্ত করে অনুষ্ঠানটি শেষ করেন।