প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:০৯:২২ প্রিন্ট সংস্করণ
রবিউল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধি: নীলফামারীর উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। ২৪ ফেব্রুয়ারী (সোমবার) উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকা নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম পবি দেবনাথ (২৫)। মৃত গৃহবধূর স্বামীর নাম পরিমল দেবনাথ। সে জলঢাকা পৌরসভার যোগীপাড়া এলাকার সুদিন চন্দ্র দেবনাথের মেয়ে।
মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সরেজমিনে স্থানীয়রা বলেন, ছেলের পরিবারের লোকজন কারনে অকারণে প্রায় গৃহবধূ পবি দেবনাথকে নির্যাতন করতো। ঘটনারদিন নির্যাতনের একপর্যায়ে গৃহবধূ পবি দেবনাথের মৃত্যু হলে শশুর বাড়ির লোকজন তার মুখে বিষ তুলে দিয়ে আত্মহত্যা বলে চেষ্টা করেছিলেন।
গৃহবধূর দুইটি ছেলে সন্তানও আছে। গৃহবধূর কাকিমা বলেন, ‘আমার ভাতিজীকে নির্যাতন করে হত্যার পর তাকে বিষ খেয়ে হত্যার চেষ্টা করা হয়েছে, যেন এ হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালানো যায়। সরেজমিনে গৃহবধূর মা লাশের পাশে হাউমাউ করে কান্না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে হত্যার দায়ে স্বামী পরিমল দেবনাথের ফাঁসির দাবি জানিয়েছে গৃহবধূর পরিবার। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।