“জাতীয় সাংবাদিক সংস্থা”র হাল ধরলেন প্রতিষ্ঠাতার সহধর্মিণী মোছা: আছিয়া আক্তার
নিজস্ব সংবাদদাতাঃ
সংগঠনের ঐক্য ও আদর্শ রক্ষায় এগিয়ে এলেন মরহুম আলতাফ হোসেনের স্ত্রী।
দেশের অন্যতম সাংবাদিক সংগঠন “জাতীয় সাংবাদিক সংস্থা” আজ এক নতুন অধ্যায়ের মুখোমুখি। সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের সহধর্মিণী মোছা: আছিয়া আক্তার ঘোষণা দিয়েছেন, তিনি সংগঠনের হাল ধরার দায়িত্ব নিচ্ছেন।
এক বিবৃতিতে মোছা: আছিয়া আক্তার বলেন,
“সংগঠনের অভ্যন্তরে শৃঙ্খলার অভাব, নেতৃত্বের দ্বন্দ্ব ও বিভ্রান্তিকর পরিস্থিতি বর্তমানে গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি মরহুম আলতাফ হোসেনের স্বপ্ন ও আদর্শের পরিপন্থী। তাই সংগঠনের ঐতিহ্য, আদর্শ ও মূলনীতি রক্ষায় আমি নিজেই সক্রিয়ভাবে নেতৃত্বে আসার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন,
“এ সিদ্ধান্ত কারও বিরুদ্ধে নয়, বরং একমাত্র উদ্দেশ্য—সংগঠনের হারানো ঐক্য, শৃঙ্খলা ও মর্যাদা পুনঃস্থাপন। একটি সংগঠনের প্রাণশক্তি তার সদস্যদের আন্তরিকতা, ঐক্য এবং ন্যায়ভিত্তিক নেতৃত্বে নিহিত।”
মোছা: আছিয়া আক্তার মরহুম আলতাফ হোসেনের স্বপ্ন বাস্তবায়নে সংগঠনের সকল সদস্য, প্রবীণ নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের দোয়া, পরামর্শ ও সহানুভূতি কামনা করেছেন।
মরহুম আলতাফ হোসেনের হাত ধরেই “জাতীয় সাংবাদিক সংস্থা” প্রতিষ্ঠিত হয়েছিল, যা দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রেখে এসেছে। নতুন এই ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটি আবার নতুনভাবে সংগঠিত ও গতিশীল হয়ে উঠবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।