মোঃআনজার শাহ
“মুজিববাদ, চাঁদাবাজি, সন্ত্রাস ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চলমান আদর্শিক লড়াইয়ে এনসিপির প্রতি ছাত্রসমাজের আদর্শিক সমর্থন জারি থাকবে”—এমন মন্তব্য করেছেন ছাত্র সংসদের আহ্বায়ক মো. আবু বাকের মজুমদার।
শুক্রবার (২৫ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “আজ সিলেটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে ছাত্রদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে আগামীর বাংলাদেশ গঠনে ছাত্রসমাজ শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখবে, ইনশাল্লাহ।”
এ সময় তিনি চলমান আদর্শিক সংগ্রামে এনসিপির ভূমিকার প্রশংসা করেন এবং সকল ভেদাভেদ ভুলে দেশপ্রেমের ভিত্তিতে সংগঠিত হওয়ার আহ্বান জানান।
সিলেটের আজকের পদযাত্রাকে কেন্দ্র করে ছাত্রদের অংশগ্রহণ ও স্লোগানে মুখরিত পরিবেশ ছিল। পদযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্ররাও যোগ দেন বলে জানা গেছে।
উল্লেখ্য, “জুলাই অভ্যুত্থান” এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই প্রেক্ষাপটে ছাত্রদের এমন সক্রিয় অংশগ্রহণ আগামী রাজনীতির এক নতুন অধ্যায়ের ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।