প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৫ , ৫:৩২:১৪ প্রিন্ট সংস্করণ
হাসান মামুন, আঞ্চলিক প্রতিনিধি: পিরোজপুরে ঐতিহ্যবাহী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভিত বিশিষ্ট ৬ তলা একাডেমী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী মো: জহিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবর তালুকদারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের আওতায় ১০ কোটি ৯ লক্ষ ৮১ হাজার টাকা ব্যায়ে ৬ তলা ভবনটি নির্মান শুরুর ১৮ মাসের মধ্যে শেষ হবে।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে জেলা প্রশাসক বলেন, নতুন ভবনটি নির্মান শেষ হলে শিক্ষার্থী এবং শিক্ষকরা এই ভবনের সুবিধা পেয়ে থাকবে। পড়ালেখার মান বৃদ্ধি সহ শিক্ষার পরিবেশ আরো আধুনিক হবে।