• সারাদেশ

    পিরোজপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

      প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৭:৩৬:১৮ প্রিন্ট সংস্করণ

    পিরোজপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা
    পিরোজপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে সাংবাদিকদের অবহিতকরণ সভা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২ টার দিকে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

     

    সভায় জানানো হয়, আগামী ১৫ মার্চ জেলার ১৩ শত ৬২ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৯৪৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২০ হাজার ৩৬৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সভায় সভাপত্বি করেন সিভিল সার্জন (সিএস) ডা. মোঃ মতিউর রহমান।

     

    সভায় বক্তব্য দেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, গৌতম চৌধুরী, এস এম পারভেজ, জিয়াউল আহসান, জহিরুল হক টিটু ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ প্রমুখ।

     

    আরও খবর

    Sponsered content