মো. আনজার শাহঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানাতে কিংবা বিদায় দিতে আসা স্বজনদের সংখ্যা সীমিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে, এখন থেকে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন অভ্যর্থনাকারী বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন।
শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী রোববার (২৭ জুলাই) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
এই নতুন নিয়ম ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি—দুই জায়গাতেই প্রযোজ্য হবে।
বেবিচক জানিয়েছে, যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট কমানো এবং সর্বোপরি বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর এলাকায় আগত সবাইকে সুশৃঙ্খলভাবে চলাফেরার এবং কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।