প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২২ , ১০:১২:৪৩ প্রিন্ট সংস্করণ
বিরোধী দল বিএনপির সমাবেশের খবর অনেক দিন আগে থেকেই গণমাধ্যমে ফলাও করে প্রকাশ হওয়ার দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিরোধী দল হলে নিউজ দেন- চার দিন আগে আসতেছে, লঞ্চে আসতেছে, নৌকায় আসতেছে, হেঁটে আসতেছে। দেন এটা আপনাদের ইচ্ছা। আমাদের এগুলো বারণ নেই। এগুলো আপনাদের ব্যাপার। পত্রিকার পলিসির ব্যাপার।’
‘কিন্তু আমাদের সম্পর্কে মিথ্যা খবর (আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষে আজমল হোসেনের মৃত্যু) দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ইটস এ ফলস (মিথ্যা)। এটা ভুল। এখন আপনারা খবর নিতে পারেন। কী কারণে লোকটার মৃত্যু হয়েছে’- সাংবাদিকদের উদ্দেশে বলেন ওবায়দুল কাদের।
সুনামগঞ্জের দিরাই উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষে আজমল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে যে খবরটি গণমাধ্যমে এসেছে, সেটি মিথ্যা উল্লেখ করে গণমাধ্যমের উদ্দেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সম্প্রতি ছয়টি জেলা সম্মেলনে অংশ নেওয়ার কথা জানিয়ে বলেন, কোথাকার সম্মেলনে আমাদের এ ধরনের গোলমাল হয়েছে? একটা জেলা সম্মেলন- কুমিল্লায় যেটা হয়েছে, সেটা সম্মেলন থেকে অনেক দূরে। এগুলো আপনারা (সাংবাদিক) একটু খেয়াল রাখবেন।’
আজমল হোসেন দুবাইয়ে ছিলেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি দেশে এসেছিলেন। তার বাড়ি সম্মেলন স্থল থেকে অনেক দূরে। সম্মেলনের ধারেকাছেও ছিলেন না আজমল