কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইন করেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে তিনটার দিকে কাশিপুর ইউনিয়নের ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
পরে সীমান্ত টহলে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের উদ্ধার করে কাশিপুর ক্যাম্পে নিয়ে আসেন এবং সেখান থেকে দুপুরে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভারতের খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ ওই বাংলাদেশিদের পুশইন করে।”
পুশইন হওয়া ব্যক্তিরা হলেন—বাইদুল ইসলাম (৬৫), স্ত্রী মোছা. আমিরন বেগম (৪৫), মেয়ে রুমি খাতুন (২০), জামাতা আপেল (২৯), নাতি হৃদয় (৩), মোছা. মিনা বেগম (৩০), তার স্বামী জয়নাল আবেদীন, মেয়ে জুই (১০), মীম (৭) এবং নুর হামিদ (৭), পিতা আমিনুল ইসলাম। তাদের সবার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বাজারের খামার গ্রামে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “বিজিবির কাছ থেকে উদ্ধারের পর তাদের থানায় আনা হয়। পরে পরিচয় নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রি করা হয়েছে বলে জানান তিনি।