• সারাদেশ

    মোহনগঞ্জে রাব্বী হত্যাকান্ডের আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

      প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৭:৫৭:১৫ প্রিন্ট সংস্করণ

    মোহনগঞ্জে রাব্বী হত্যাকান্ডের আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল
    মোহনগঞ্জে রাব্বী হত্যাকান্ডের আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    মোঃ আরিফুল ইসলাম মুরাদ, নেএকোনা
    নেত্রকোনার মোহনগঞ্জে গত ২রা মার্চ, রোববার দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত রাব্বি হত্যাকান্ড মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় নিয়ে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

     

    ৬ই মার্চ, বৃহস্পতিবার দুপুর ২ঘটিকায় মোহনগঞ্জ স্টেশন রোডে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় স্থানীয় ছাত্র জনতার পাশাপাশি নিহতের সদ্য বিধবা স্ত্রী ও এতিম শিশুকন্যাসহ পরিবারের সবাই উপস্থিত ছিলেন।

     

    তারা এ নৃশংস হত্যাকান্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। নিহত রাব্বির পিতা মো. আনিছ মিয়া বলেন, প্রভাবশালী আসামিগণ মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করার জন্যে আমাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এমতবস্থায় আমি আমার পরিবারের নিরাপত্তাহীনতায় ভোগছি।

     

    বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নাজমুল হাসান জকি ও প্রীতি আক্তার এবং ব্যবসায়ী প্রতিনিধি রেলওয়ে পৌর কাঁচা বাজারের সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ প্রমুখ।

     

    উল্লেখ্য, গত ২রা মার্চ রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয় ছাত্রদলের কর্মী রাব্বি। এ মামলায় এজহারভুক্ত ১১জন আসামির মধ্যে ইতিমধ্যে সুজন, রাফি ও পলাশ নামের তিনজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মোহনগঞ্জ থানা পুলিশ।

    আরও খবর

    Sponsered content