প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৫ , ৬:৩৮:৩৪ প্রিন্ট সংস্করণ
সাইফুল ইসলাম, রামগড়: বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বিএনপির উদ্যোগে বর্ষবরণে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল সোমবার সকাল ১০ ঘটিকার সময় দলীয় অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়, শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক ঘুরে পুনোরায় দলীয় অফিসের সামনে সংক্ষিপ্ত এক সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া,রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু,,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন হারুন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংস্থা প্রতিনিধি, সুশীল ব্যক্তিবর্গ।