সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মৌ আকতারঃ
বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার জনংশ স্টেশন এলাকায় ট্রেন দুর্ঘটনায় জয় (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জয় আদমদিঘী থানার সালগ্রাম এলাকার বাসিন্দা এবং রাজ্জাক নামে এক ব্যক্তির পুত্র।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আজ রবিবার, ২৭ জুলাই ২০২৫, দুপুর ২টার দিকে জয় একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে রেললাইন পার হচ্ছিলেন। ঠিক সেই সময় চাঁপাইনবাবগঞ্জগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জনংশ স্টেশন অতিক্রম করছিল। অসতর্কতার কারণে জয় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।
জয়ের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।